আমরা সবাই মানুষ হয়ে জন্মেছি। ভুল-ত্রুটি নিয়েই আমাদের জীবন। ভাল-খারাপ
মিলিয়েই আমরা বেঁচে থাকি। আমাদের কারো কারো মনে থাকে কত কষ্ট, কত বেদনা!
সময়ে-অসময়ে আমরা রেগে যাই। খারাপ ব্যবহার করি অন্যের সাথে। ঝগড়া করি। সেই
ঝগড়া মাঝে মাঝে ভয়াবহ রূপ নেয়। মানবীয় গুণাবলী হারিয়ে আমরা নিচু শ্রেণীর
প্রাণীতে পরিণত হই।
ধরা যাক, কেউ আমাকে খুব বাজে কিছু কথা বলল, খুব গালি দিল, যা নয় তাই বলল। তখন আমি কী করব? তাকেও পালটা জবাব দেব? তাকেও গালি দেব? কটূ কথা শোনাব? এসব না করে, আমি যদি অন্য কিছু করি! যদি ...তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি আমাকে যে এসব বললেন, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে! বা আমার কোনো ভুল হয়েছে বলেই আপনি এমন করছেন! আমাকে কি বলবেন, আমার ভুলটা কোথায় হয়েছে? কেন আপনি রেগে আছেন?
তিনি যদি আমার বন্ধু হন, আমার শুভাকাংক্ষী হন, আমাকে রাগী ভাষায় হলেও আমার ভুলগুলো খুলে বলবেন তখন। আমি তারপর ভেবে দেখব, সত্যিই আমার ভুল হয়েছে কিনা, হয়ে থাকলে ক্ষমা চাইব, ক্ষমা চাওয়া তো দোষের কিছু নয়, তাই না? আর আমার কোনো ভুল সত্যিই না হয়ে থাকলে তাকে ভালো করে বলব, যে তার হয়ত কিছু বুঝতে ভুল হয়েছে কোথাও!
জীবনটা আসলে খুবই সহজ। কেউ যদি একে জটিল করে ভাবতে চায়, ভাবুক না!! আমি কেন অন্যের সাথে খারাপ ব্যবহার করব? আমি তো ভাল হতে চাই!
ধরা যাক, কেউ আমাকে খুব বাজে কিছু কথা বলল, খুব গালি দিল, যা নয় তাই বলল। তখন আমি কী করব? তাকেও পালটা জবাব দেব? তাকেও গালি দেব? কটূ কথা শোনাব? এসব না করে, আমি যদি অন্য কিছু করি! যদি ...তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি আমাকে যে এসব বললেন, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে! বা আমার কোনো ভুল হয়েছে বলেই আপনি এমন করছেন! আমাকে কি বলবেন, আমার ভুলটা কোথায় হয়েছে? কেন আপনি রেগে আছেন?
তিনি যদি আমার বন্ধু হন, আমার শুভাকাংক্ষী হন, আমাকে রাগী ভাষায় হলেও আমার ভুলগুলো খুলে বলবেন তখন। আমি তারপর ভেবে দেখব, সত্যিই আমার ভুল হয়েছে কিনা, হয়ে থাকলে ক্ষমা চাইব, ক্ষমা চাওয়া তো দোষের কিছু নয়, তাই না? আর আমার কোনো ভুল সত্যিই না হয়ে থাকলে তাকে ভালো করে বলব, যে তার হয়ত কিছু বুঝতে ভুল হয়েছে কোথাও!
জীবনটা আসলে খুবই সহজ। কেউ যদি একে জটিল করে ভাবতে চায়, ভাবুক না!! আমি কেন অন্যের সাথে খারাপ ব্যবহার করব? আমি তো ভাল হতে চাই!