Wednesday, January 1, 2014

বর্ষ বদলে ২০১৪

সময় তখন রাত ১২টা চারিদিকে কি যেন শুরু হয়ে গেলো। ককটেল না বোমার শব্দ বুঝতে পারছিলাম না। তড়িঘড়ি করে বের হলাম বারান্দায়। দেখি আকাশটা রঙ্গিন হয়ে গেছে। আতশবাজিতে ভরে গেছে পুরো আকাশ। মূহুর্তের মধ্যে যেন হারিয়ে গেলাম অন্য এক জগতে। এদিকে সেল ফোনটা বেজেই চলেছে খেয়ালই করি নাই। ১০ মিনিট পর যখন আবার পৃথিবীতে ফিরে আসলাম বুঝলাম কেউ একজন বিদায় নিয়ে চলে গেছে। যাকে বিদায় দিলাম সে আমার জীবনটাকে বর্ণিল করে রেখেছিল ৩৬৫ টা দিন। একটু কষ্টই হচ্ছিল তবে একটু পরেই আবার মনটা আনন্দে ভরে উঠল। আবার একজন ৩৬৫ টা দিন নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। পুরাতনকে ভুলে নতুন নিয়ে আবার চলতে শুরু করেছি। 

No comments:

Post a Comment

 
 
Blogger Templates