Thursday, January 2, 2014

পড়ে আছি বেদনার বালু চরে

ভার্সিটির পরীক্ষা শেষ হতে হতেও আর শেষ হলো না। একটা পরীক্ষা আটকে গেল। সব ক্লাসমেট লম্বা ছুটিতে যে যার গ্রামের বাড়িতে ঘুরতে গেল। আমি অভাগা যেতে পারলাম না। বাড়িতে যাওয়ার একরকম পরিকল্পনাও করে ফেলেফিলাম শেষ পর্যন্ত সেটাকে আর বাস্তবে রুপ দিতে পারলাম না। থেকে গেলাম চির যানজন আর ইট পাথরের শহর ঢাকাতে। ভালো তো লাগেই না আবার উল্টো খারাপ লাগছে। সারাদিন রুমের ভিতর একাএকা বসে থাকতে হয়, কথা বলার মতও কেউ নেই আমার পাশে। বেদনার নীল সাগর গ্রাস করে ফেলেছে আমাকে। বাহিরেও যেতে পারছি না এক অজানা ভয়ে। ঘাপটি মেরে বসে থাকতে থাকতে আজ আমি ক্লান্ত.........

1 comment:

 
 
Blogger Templates