Saturday, January 4, 2014

প্রথম ভালো লাগা

যে দিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই আমার মাঝে অজানা এক শিহরন বয়ে গিয়েছিল। কি সেই ভাললাগা যা আজও আমি অনুভব করি। যদি আবার কোনদিন তোমার সাথে দেখা হয়ে যায় তাহলে মন খুলে বলে ফেলবো যা এত দিনও আমি তোমায় বলতে পারি নাই। সে দিন যদি তুমি আমার কথা না শুনতে চাও আমি সব চেয়ে বেশি কষ্ট পাবো যদিও সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। অপেক্ষায় আছি কবে পাবো তোমার দেখা নাকি আর পাবোই না সেই মাহেন্দ্রক্ষন......

No comments:

Post a Comment

 
 
Blogger Templates