Friday, January 31, 2014

।। মনে রাখবেন ।।

মনে রাখবেন সকল সফল ব্যক্তিই এক সময় মায়ের কোলে কাঁদতে থাকা শিশু ছিলো। সব বড় অট্টালিকাই একসময় শুধু একটি নকশা ছিলো। আপনি আজ কোথায় আছেন তা গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে আপনি কোথায় পৌছাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Monday, January 27, 2014

।। অনুভূতিহীন ।।

আমার জীবনে সে মরে গিয়েছে অনেক দিন আগে, যদিও সে খবরটা সেদিনই পেলাম! আমার মন অলক্ষিতে আত্মরক্ষা করেছে, বেদনার স্থানে শক্ত আবরন গড়ে তুলেছে-শামুক যেমন আত্মরক্ষার জন্য খোলা তৈরি করে।

আজ সে খোলা হয়ে পরেছে শক্ত আর অনুভূতিহীন !

কিন্তু খোলার আবরনের তলানির ব্যাথার জায়গাটা আজও মনে হচ্ছে একেবারেই সম্পুর্নরুপে সেরে উঠে নি! উঠবেও না হয়ত কখনো !

ঘুরে এলাম বিশ্ব ইজতেমা

জীবনে প্রথমবার লাখ লাখ মানুষের সাথে কাতার বন্দি হয়ে নামাজ আদায় করলাম। নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে হচ্ছে। আল্লাহর অশেষ রহমত ছিল বলেই সম্ভব হয়েছে। অনেক ভালো লাগছে......

Friday, January 10, 2014

।। একাকিত্বের আয়োজন ।।

তুমি আর এক টুকরো নীল, তাতেই আমার স্বর্গ সুখ বসবাস একাকিত্বতাকে সঙ্গী করে আমি চেয়েছি তোমাকে তুমি আর একাকিত্ব এক নও।  তাই ফের চলে যাওয়া সেই তুমি একাকিত্ব আজও আমার বন্ধু হয়ে থাকে।  সেই কবে থেকে দুই একটা পাখিকে আমি জানলার পাশে দাড়িয়ে রোজ চাল খেতে দেই সেই কি আনন্দ তুমি যদি দেখতে... স্বপ্নের ফানুস উড়িয়ে রাতের আকাশ আলোকিত করি। আমার অন্তরময় এতটুকু অলোকিত হয় কিনা যদি কখনও তুমি জানতে পেতে...
এই বরফ গলা শীতে ছোট ম্যাওটাকে উষ্ণতা দিতে কমতি নেই, এই দু হাতে ভালবাসা বুঝি এমনই হয় যদি তুমি বুঝতে... ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা অশ্রু জল কালিতে কবিতায় রাত ভোর হয় আমি তো এত কিছুই পারি শুধু তোমার অদৃশ্য ছায়াতে ছোঁতে পারি না তোমার ঘরময় অন্ধকারে আলোক প্রদীপ জ্বালাতে পারি না...
একটা একটা করে প্রদীপ ভাসিয়ে দেই জলে  যদি কোন একটি তোমার কাছে গিয়ে পৌছে... একটা একটা করে চিরকুট উড়িয়ে দেই দখিন খোলা হাওয়াতে যদি পৌছে যায় কোন ভাবে তোমার কাছে তাহলে হয়তো এই ভোর সন্ধ্যায় একাকিত্বকে আমি আরও জমজমাট আয়োজন করতে পারি.... !!

Monday, January 6, 2014

জীবনের বিবর্তন

ঘুম থেকে জেগে দেখি, পুরাতন সভ্যতার মতো পাল্টে গিয়ে পৃথিবী আর আগের অবস্থায় নিথর কিংবা নিশ্চল দাঁড়িয়ে নেই। সকাল হয়েছে অনেকক্ষণ, পূর্বের দুর্দান্ত কোন এক প্রতাপশালী রাজার রথ চুরি করে কিছুক্ষণ হলো সূর্যটাও ফিরে এসেছে। মানুষ ছুটছে, আরেকটা দিন বেশি বাচার প্রচণ্ড লোভ জন্মায় গতরাতেও হারিয়ে গেছে কিছু প্রিয় জীবন, ওরা আজ অস্তিত্বহীন। ঘুম থেকে জেগে দেখি, আয়নার সামনের আমাকে অচেনা লাগে। অপ্রতিরোধ্য কষ্ট হয়, জীবনের বিবর্তন মানতে চায়না কোন মন।

Saturday, January 4, 2014

প্রথম ভালো লাগা

যে দিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই আমার মাঝে অজানা এক শিহরন বয়ে গিয়েছিল। কি সেই ভাললাগা যা আজও আমি অনুভব করি। যদি আবার কোনদিন তোমার সাথে দেখা হয়ে যায় তাহলে মন খুলে বলে ফেলবো যা এত দিনও আমি তোমায় বলতে পারি নাই। সে দিন যদি তুমি আমার কথা না শুনতে চাও আমি সব চেয়ে বেশি কষ্ট পাবো যদিও সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। অপেক্ষায় আছি কবে পাবো তোমার দেখা নাকি আর পাবোই না সেই মাহেন্দ্রক্ষন......

Thursday, January 2, 2014

পড়ে আছি বেদনার বালু চরে

ভার্সিটির পরীক্ষা শেষ হতে হতেও আর শেষ হলো না। একটা পরীক্ষা আটকে গেল। সব ক্লাসমেট লম্বা ছুটিতে যে যার গ্রামের বাড়িতে ঘুরতে গেল। আমি অভাগা যেতে পারলাম না। বাড়িতে যাওয়ার একরকম পরিকল্পনাও করে ফেলেফিলাম শেষ পর্যন্ত সেটাকে আর বাস্তবে রুপ দিতে পারলাম না। থেকে গেলাম চির যানজন আর ইট পাথরের শহর ঢাকাতে। ভালো তো লাগেই না আবার উল্টো খারাপ লাগছে। সারাদিন রুমের ভিতর একাএকা বসে থাকতে হয়, কথা বলার মতও কেউ নেই আমার পাশে। বেদনার নীল সাগর গ্রাস করে ফেলেছে আমাকে। বাহিরেও যেতে পারছি না এক অজানা ভয়ে। ঘাপটি মেরে বসে থাকতে থাকতে আজ আমি ক্লান্ত.........

Wednesday, January 1, 2014

বর্ষ বদলে ২০১৪

সময় তখন রাত ১২টা চারিদিকে কি যেন শুরু হয়ে গেলো। ককটেল না বোমার শব্দ বুঝতে পারছিলাম না। তড়িঘড়ি করে বের হলাম বারান্দায়। দেখি আকাশটা রঙ্গিন হয়ে গেছে। আতশবাজিতে ভরে গেছে পুরো আকাশ। মূহুর্তের মধ্যে যেন হারিয়ে গেলাম অন্য এক জগতে। এদিকে সেল ফোনটা বেজেই চলেছে খেয়ালই করি নাই। ১০ মিনিট পর যখন আবার পৃথিবীতে ফিরে আসলাম বুঝলাম কেউ একজন বিদায় নিয়ে চলে গেছে। যাকে বিদায় দিলাম সে আমার জীবনটাকে বর্ণিল করে রেখেছিল ৩৬৫ টা দিন। একটু কষ্টই হচ্ছিল তবে একটু পরেই আবার মনটা আনন্দে ভরে উঠল। আবার একজন ৩৬৫ টা দিন নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। পুরাতনকে ভুলে নতুন নিয়ে আবার চলতে শুরু করেছি। 
 
 
Blogger Templates