Monday, January 6, 2014

জীবনের বিবর্তন

ঘুম থেকে জেগে দেখি, পুরাতন সভ্যতার মতো পাল্টে গিয়ে পৃথিবী আর আগের অবস্থায় নিথর কিংবা নিশ্চল দাঁড়িয়ে নেই। সকাল হয়েছে অনেকক্ষণ, পূর্বের দুর্দান্ত কোন এক প্রতাপশালী রাজার রথ চুরি করে কিছুক্ষণ হলো সূর্যটাও ফিরে এসেছে। মানুষ ছুটছে, আরেকটা দিন বেশি বাচার প্রচণ্ড লোভ জন্মায় গতরাতেও হারিয়ে গেছে কিছু প্রিয় জীবন, ওরা আজ অস্তিত্বহীন। ঘুম থেকে জেগে দেখি, আয়নার সামনের আমাকে অচেনা লাগে। অপ্রতিরোধ্য কষ্ট হয়, জীবনের বিবর্তন মানতে চায়না কোন মন।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates